Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

 চলমান প্রকল্পসমূহঃ

    ১। পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাপনা প্রকল্পঃ এই প্রকল্পের আওতায় ৬৫০ টি হস্তচালিত অগভীর নলকূপের মধ্যে ২১৫টি হস্তচালিত অগভীর নলকূপ

              স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বাকী ৪৩৫ টির কাজ চলমান রয়েছে।,৩৫০ টি  পাম্প  ও জলাধারসহ অগভীর নলকূপ স্থাপন, ২০ টি কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ , 

             ০৪ টি পাবলিক  টয়লেট, ০৫  কিমি সেকেন্ডারী আরসিসি ড্রেন, কমিউনিটি বিন- এ টাইপ--১৫ টি নির্মাণ

             এবং কমিউনিটি বিন- বি টাইপ--০৪ টি নির্মাণ এর কাজ চলমান রয়েছে।

   ২। সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পঃ  এই প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রতিটি ইউনিয়নে ২৬ টি করে মোট ২৩৪ টি হস্তচালিত অগভীর নলকূপ স্থাপন করা হবে।২০২২-২০২৩ অর্থ বছরে প্রতিটি ইউনিয়নে ২৬ টি করে মোট ২৩৪ টি হস্তচালিত অগভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়াও ২০২১-২০২২ অর্থ বছরের বরাদ্দকৃত ১৮ টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে।

 ৩। চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম প্রর্যায়):  এই প্রকল্পের আওতায় জয়রামওঝা ,খলেয়া গঞ্জিপুর এবং শংকরদহ নতুন  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণের বরাদ্দ রয়েছে।কাজ চলমান রয়েছে।

 ৪। চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণ সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম প্রর্যায়): এই প্রকল্পের আওতায় ০৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণের বরাদ্দ রয়েছে।

 ৫। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪): এই প্রকল্পের আওতায় ০৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণের কাজ চলমান রয়েছে। বিদ্যালয় সমূহ নিম্নরুপঃ 

০১. ফুলবাড়ি চওড়া সঃপ্রাঃ বিঃ ।

০২. কচুয়া-১ সঃপ্রাঃ বিঃ ।

০৩. চান্দামারী সঃপ্রাঃ বিঃ ।

০৪. দক্ষিন বেতগাড়ী বালাটারী সঃপ্রাঃ বিঃ ।

০৫. বাগপুর সঃপ্রাঃ বিঃ ।

০৬. কলাগাছি সঃপ্রাঃ বিঃ ।